১
|
২
|
৩
|
৪
|
৫
|
৬
|
৭
|
ক্রমিক নং
|
ইতঃপূর্বে বাস্তবায়িত উদ্ভাবনী ধারণা, সহজিকৃত ও ডিজিটাইজকৃত সেবা্/আইডিয়ার নাম
|
সেবা্/আইডিয়ার সংক্ষিপ্ত বিবরণ
|
সেবা্/আইডিয়াটি কার্যকর আছে কি-না/ না থাকলে কারণ
|
সেবা গ্রহীতাগণ প্রত্যাশিত ফলাফল পাচ্ছে কি-না
|
সেবার লিংক
|
মন্তব্য
|
০১
|
অনলাইন রেজিস্ট্রেশন
|
অনলাইন ওয়েবপোর্টাল ব্যবহারের মাধ্যমে যেকোন স্থান থেকে আবেদন এবং প্রয়োজনীয় তথ্য, ডকুমেন্ট আপলোড করে রেজিস্ট্রেশন সম্পন্ন করা।
|
|
কার্যকর
|
প্রত্যাশিত ফলাফল পাচ্ছে
|
bicm.ac.bd/payment2/
|
|
০২
|
টোল ফ্রি ইনফরমেশন ডিসেমিনেশন
|
ইন্সটিটিউটের সকল সেবাসমূহের তথ্য এবং পুঁজিবাজার সম্পর্কিত প্রাথমিক জিজ্ঞাসিত প্রশ্নসমূহ এর উত্তর টোল ফ্রি কল/ বিনামূল্যে কলের মাধ্যমে প্রদান করা। বিআইসিএম এর টোল ফ্রি নম্বরঃ ০৮০০০৯৯৯৯৯৯।
- ইন্সটিটিউটের একাডেমিক প্রোগ্রাম সম্পর্কিত তথ্য প্রদান এবং পুঁজিবাজার সম্পর্কিত মৌলিক জ্ঞান প্রচার।
- সেবাগ্রহীতাকে বিনামূল্যে তথ্য প্রদান।
- দেশের যেকোন স্থান থেকে তথ্য প্রাপ্তি নিশ্চিতকরণ।
- ইন্সটিটিউটের সেবাসমূহ সম্পর্কিত তথ্যের প্রচার দেশের প্রত্যন্ত অঞ্চলে বিস্তৃতিকরণ।
- বিশেষজ্ঞ ব্যক্তি দ্বারা প্যানেল তৈরির মাধ্যমে জিজ্ঞাসিত প্রশ্নসমূহের উত্তর বিনামূল্যে ফোন কলের মাধ্যমে প্রদান।
- ভবিষ্যৎ কার্যক্রম এর জন্য বহুল জিজ্ঞাসিত প্রশ্নসমূহ ও সেবা গ্রহণকারীর ডাটাবেজ তৈরি করা।
|
|
কার্যকর
|
প্রত্যাশিত ফলাফল পাচ্ছে
|
bicm.gov.bd/
টোল ফ্রি নম্বরঃ ০৮০০০৯৯৯৯৯৯
|
|
০৩
|
আইটি সেবায় অনলাইন টিকেটিং সিস্টেম
|
আইসিটি সংশ্লিষ্ট সমস্যা এবং সমস্যা সমাধানের রেকর্ড রাখা এবং দ্রুত ধারাবাহিক সেবা প্রদান
|
কার্যকর
|
প্রত্যাশিত ফলাফল পাচ্ছে
|
ticket.bicm.ac.bd/
|
|
০৪
|
ডি-লাইব্রেরি ( ফেজ-১)
(D-library)
|
বিআইসিএম এর ডি-লাইব্রেরি হলো ইন্টিগ্রেটেড লাইব্রেরি ম্যানেজমেন্ট সিস্টেম এবং ইন্সটিটিউশনাল ডিজিটাল কনটেন্ট রিপোজিটরি সফটওয়্যার এর সমন্বয়ে একটি ইন্টিগ্রেটেড সল্যুশন।
ইন্টিগ্রেটেড লাইব্রেরি ম্যানেজমেন্ট সিস্টেম ডেভলপমেন্ট এর মাধ্যমে বাংলাদেশ ইন্সটিটিউট অব ক্যাপিটাল মার্কেট (বিআইসিএম) এর লাইব্রেরি সংশ্লিষ্ট সকল কাজ অটোমেশন। যেখানে সেবা দাতা এবং গ্রহীতার উভয়ের কাজ সহজতর, নির্ভুল এবং দ্রুত হয়।
ডিজিটাল লাইব্রেরি এর অন্যতম প্রধান অংশ ইন্সটিটিউশনাল ডিজিটাল কনটেন্ট রিপোজিটরি সফটওয়্যার যার মাধ্যমে বিভিন্ন ডিজিটাল কনটেন্ট অডিও, ভিডিও, ছবি, ই-বুক, নিউজলেটার, পাবলিকেশন, ই-নিউজ ক্লিপ ইত্যাদি শিক্ষার্থী এবং লাইব্রেরী সদস্যগণ যে কোন স্থান হতে অনলাইন এ এক্সেস করতে পারেন।
- অনলাইনে বিআইসিএম এর লাইব্রেরিতে বিদ্যমান বই এর খোজ ও ডিজিটাল কন্টেন্ট এবং পাবলিকেশন সমূহের এক্সেস প্রদান।
- পাঠকের সেবা সহজে নিশ্চিতকরণ।
- ফলপ্রসূ সেবা প্রদান।
লাইব্রেরির কার্যক্রম এবং সেবাসমূহের বিস্তার বৃদ্ধি করা।
|
|
কার্যকর
|
প্রত্যাশিত ফলাফল পাচ্ছে
|
www.library.bicm.ac.bd/
|
|
০৫.
|
ই-ভার্চুয়াল ক্লাস
|
ই-ভার্চুয়াল ক্লাস হলো একটি অনলাইন শিক্ষা মাধ্যম/ প্রাযুক্তিক প্লাটফর্ম যেখানে শিক্ষার্থী এবং প্রশিক্ষক শ্রেণীকক্ষের নির্দিষ্ট গন্ডির বাইরে পৃথিবীর যেকোন স্থান থেকে ইন্টারঅ্যাকটিভভাবে ক্লাস প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারেন। এই অনলাইন পাঠে একটি সাধারণ ক্লাসের মত শিক্ষার্থীরা শিক্ষককে প্রশ্ন করতে পারেন।
উদ্দেশ্যঃ
- ক্লাস প্রক্রিয়ায় ভৌগোলিক অবস্থানের সীমাবদ্ধতা দূর করা;
- ইন্সটিটিউটের আসন সংখ্যার সীমাবদ্ধতা দূর করা;
- সেবাগ্রহীতার ভ্রমণ, সময় ও ব্যয় সাশ্রয়;
- ইন্সটিটিউটের বিদ্যমান সম্পদের সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে জ্ঞান বিতরণ কার্যক্রম বিস্তৃত করা; এবং
- আধুনিক তথ্যপ্রযুক্তির সাহায্যে পাঠপ্রক্রিয়া আকর্ষণীয় ও ফলপ্রসূ করা।
|
|
কার্যকর
|
প্রত্যাশিত ফলাফল পাচ্ছে
|
সার্টিফিকেট কোর্স
bdren.zoom.us/j/69549882536
bdren.zoom.us/j/67175817432
|
|
০৬.
|
মুঠোফোনে অফিস এক্সটেনশন কল রিসিভ সেবা
|
অফিস ডেস্ক এ না থাকলেও অফিসের অন্য যেকোনো জায়গা থেকে মোবাইলে আইপি/পিএবিএক্স ফোনের ইনকামিং ও আউটগোয়িং সুবিধা প্রদান।
|
|
কার্যকর
|
প্রত্যাশিত ফলাফল পাচ্ছে
|
লিঙ্কাস অ্যাপলিকেশন
|
|
০৭
|
ইউজারভিত্তিক রোমিং বেইজড ওয়াইফাই সেবা
|
ওয়াইফাই এর নিরাপত্তায় বিভাগ ভিত্তিক পৃথক পৃথক SSID দিয়ে বাস্তবায়িত। বিআইসিএম ক্যাম্পাস জুড়ে যে কোন স্থানে একই SSID দিয়ে সংযুক্ত থেকে ইন্টারনেট সেবা পাওয়া যায়।
|
|
কার্যকর
|
প্রত্যাশিত ফলাফল পাচ্ছে
|
বিআইসিএম ক্যাম্পাস জোনের আওতায় ইউজারভিত্তিক এস এস আইডি অ্যাক্সেসযোগ্য
|
|
০৮
|
এসএমএস বেইজড রেজিস্ট্রেশন ব্যবস্থাপনা
|
এসএমএস এর মাধ্যমে সহজে রেজিষ্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করা যায়।
|
|
কার্যকর নয়
|
-
|
- |
বর্তমানে গুগল ফর্মের মাধ্যমে রেজিস্ট্রেশন করা হয়
|
০৯
|
সোশ্যাল মিডিয়ায় বিআইসিএম কে সংযুক্ত করে সেবা গ্রহীতাদের তথ্য আদান-প্রদান
|
|
সোশ্যাল মিডিয়ায় বিআইসিএম এর ওয়েবসাইটের নির্দিষ্ট পেজের মাধ্যমে নিয়মিত সেবা গ্রহীতাদের তথ্য আদান-প্রদান করা হয়।
|
|
কার্যকর
|
প্রত্যাশিত ফলাফল পাচ্ছে
|
|
|
১০
|
আর্টিক্যাল সাবমিশন এন্ড পাবলিকেশন সিস্টেম
|
জার্নাল অব ফিনান্সিয়াল মার্কেট অ্যান্ড গভর্ন্যান্স (জেএফএমজি) একটি আন্তর্জাতিক মানের গবেষণা বিষয়ক সাময়িকী যা শিক্ষাবিদ, প্রাতিষ্ঠানিক অংশীজন এবং নিয়ন্ত্রঙ্কারীর মধ্যে সেতু বন্ধন তৈরী করে। এখানে মূলত ফাইনান্স, হিসাববিজ্ঞান, বিনিয়োগ, আর্থিক প্রতিষ্ঠান, অর্থ ও পুজিঁবাজার, অর্থনীতি এবং প্রতিষ্ঠান পরিচালনা বিষয়ক প্রবন্ধগুলি প্রকাশ করা হয়।
আর্টিকেল জার্নালে প্রকাশের নিমিত্তে বিশ্বের যে কোন স্থান হতে অনলাইন এ আর্টিকেল/প্রবন্ধ জেএফএমজি জার্নাল পোর্টাল সিস্টেম এর মাধ্যমে জমা দিতে পারবেন। রিভিউ প্রক্রিয়া কর্তৃপক্ষ কর্তৃক যাচাই-বাছাই হয়ে উক্ত জার্নালে প্রিন্ট ভার্সনের পাশাপাশি ISSN এবং DOI নম্বরসহ অনলাইনে প্রকাশিত হয়।
|
|
কার্যকর
|
প্রত্যাশিত ফলাফল পাচ্ছে
|
jfmg.bicm.ac.bd/
|
|
১১
|
রিসার্চ প্রপোজাল সাবমিশন সিস্টেম
|
- বিআইসিএম মৌলিক গবেষণা কার্যের জন্য গবেষণা ফান্ড প্রদান করে। উক্ত গবেষণা ফান্ড প্রদানের লক্ষ্যে অনলাইন প্লাটফরম ব্যবহার করে বিশ্বের যে কোন স্থান থেকে গবেষণা প্রস্তাব জমা নেয়া হয়, যা স্বচ্ছ এবং প্রতিযোগিতামূলক পদ্ধতিতে যাচাই-বাছাইয়ের মাধ্যমে চূড়ান্ত করা হয়।
|
কার্যকর
|
প্রত্যাশিত ফলাফল পাচ্ছে
|
https://bicm.ac.bd/elementor-9538/
|
|